মঙ্গলবার ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

তারেক রহমানের নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে- অধ্যাপক শহীদুল ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট

তারেক রহমানের নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে- অধ্যাপক শহীদুল ইসলাম

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে যারা চাঁদাবাজী, টেন্ডারবাজী ও লুটতরাজ করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। সোমবার মিরপুর মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিতে কোন গ্রুপিং থাকতে পারে না। আমরা যারা রাজনীতি করি তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমান ও আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমাদের রাজনীতি। শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দিনের ভোট রাতে করেছে। বর্তমান সরকারের উদ্দেশ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন সংস্কার করুন আর যাই করুন সব সমস্যার সমাধান করতে হলে যথাসময়ে নির্বাচন দিতে হবে। বর্তমান সরকারকে উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, ডিসেম্বরে নির্বাচনের যে কথা বলা হয়েছে, তা পরিষ্কার করে রোড ম্যাপ দিন। বর্তমান সরকার বলছে অল্প সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন আর বেশি সংস্কার হলে জুনে নির্বাচন হবে। সরকারের অল্প এবং বেশি সংস্কারের সংজ্ঞা জাতীকে জানাতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়ার কথা বলে জনগণকে বোকা বানানোর কোন সুযোগ নেই।

খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ী থেকে বের করে দিয়ে ছিলেন শেখ হাসিনা। আর সেই শেখ হাসিনার পতনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জীবিত রেখেছেন। খালেদা জিয়া ৫ই আগষ্ট দেখেছেন। শেখ হাসিনার পতন দেখেছেন। এক কাপড়ে কিভাবে দেশ ছেড়ে হাসিনা পালিয়ে গেছে তা সারা বিশ্ববাসী দেখেছে। বিএনপি’র হাজার হাজার নেতাকর্মীকে শেখ হাসিনা গুম ও হত্যা করেছেন। জুলাই আগষ্টের আন্দোলনে শেখ হাসিনা প্রশাসনকে সরাসরি নির্দেশ দিয়ে ২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছেন। এই অপরাধে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করা হবে।

উপজেলা বিএনপি’র আহবায়ক আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এসময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক, সদস্য সচিব রহমত আলী রব্বান, যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেন, এনামুল হক বাবু, বিল্লাল হোসেন, সুলতান আলী, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশীদ, যুগ্ম আহবায়ক সাইদুল হক মুকুল, হাফিজু রহমান বাবু, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা টিম সদস্য জুমারত আলী, উপজেলা আমীর রেজাউল করিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins