
বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে থানা পুলিশ কর্তৃক ২ টি বিদেশী পিস্তল,তাজা গুলি উদ্ধারসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ ) প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।
এর আগে শনিবার রাত ৮টার দিকে মনোহরদী থানার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা গ্রামের মুরগী বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদীর শিবপুর থানার আশ্রাবপুর এলাকার মন্তাজ উদ্দিন প্রধান এর ছেলে মো: মামুন প্রধান (৩৬) ও আশ্রাফপুর (চাকবাড়ী) এলাকার মৃত দেলোয়ার হোসেন খান এর ছেলে আজিম খান (২৫)।
পুলিশ সুপার জানান, শনিবার রাতে অবৈধ অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে দুই যুবক মনোহরদীর চঙ্গভান্ডাস্থ মুরগী বাজারের পূর্ব পাশে অপেক্ষা করছে এমন গোপন তথ্য পায় মনোহরদী থানা পুলিশ। পরে মনোহরদী থানার এসআই (নিঃ) মোহাম্মদ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে মো: মামুন প্রধান ও আজিম খান নামের দুইজনকে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ আসামীদের আটক করে। এ সময় তাদের তল্লাশী করে তাদের হেফাজতে রাখা ম্যাগজিনসহ একটি সিলভার রংয়ের কাঠের বাটযুক্ত বিদেশী পিস্তল ও একটি কালো রং করা কাঠের বাটযুক্ত ম্যাগজিন সহ বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মনোহরদী থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।