
নবকণ্ঠ ডেস্ক | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
গত ১৫/০৩/২০২৫ তারিখে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সাবেক ওসি, ডিবি, নরসিংদী এস এম কামরুজ্জামান কর্তৃক পুলিশ সুপার, নরসিংদীকে নিয়ে উত্তেজিত স্বরে দেয়া একটি বক্তব্য পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়েছে। তার এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, শৃঙ্খলা বহির্ভূত এবং অপেশাদারিত্বের পরিচায়ক।
মূলত সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে বিধি মোতাবেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ওসি, ডিবি এবং কোর্ট ইন্সপেক্টরকে সংযুক্ত করা হয়েছে।
মূল ঘটনা হচ্ছে সাবেক ওসি ডিবি কামরুজ্জামান এবং কোর্ট ইন্সপেক্টর জাকির হোসেন এর বিরুদ্ধে এসআই শামিনুর রহমান ওসি মালখানা আলামতের গাজা ধ্বংস না করে বাহিরে বিক্রি করা সংক্রান্তে একটি দরখাস্ত দাখিল করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। সে প্রেক্ষিত ডিআইজি স্যারের নিদের্শনা মোতাবেক তাদেরকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পরবর্তীতে ওসি, ডিবি এবং কোর্ট ইন্সপেক্টর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)-কে দিয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান।
প্রকৃত ঘটনা আড়াল ও ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ওসি, ডিবি মন গড়া, ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট কথা বলে পুলিশ সুপার, নরসিংদীসহ, নরসিংদী জেলা পুলিশকে এবং সর্বোপরি বাংলাদেশ পুলিশ বাহিনীকে হেয় প্রতিপন্ন করছে। যা শৃঙ্খলা বহির্ভূত, উদ্দেশ্যে প্রণোদিত ও অসদাচারণের শামিল এবং বিভাগীয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ।
পুলিশ সুপার, নরসিংদী এবং নরসিংদী জেলা পুলিশ তার বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছে।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।