
মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম এলাকায় এক ফ্রিল্যান্সারের বাসায় সশস্ত্র হামলা, চাঁদা দাবি, মারধর এবং নির্যাতনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-১. সাজ্জাদুর রহমান (২৫),২.হাসানুর রহমান রাব্বি (২৫),৩. রাকিব হাসান (২৮) ও ৪. মো: সানি রহমান (৩০)। সাজ্জাদুর রহমান রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম রায়পাড়ার মো: হাবিবুর রহমানের ছেলে, হাসানুর রহমান একই এলাকার বাবর আলীর ছেলে, রাকিব হাসান একই থানার ভাড়ালিপাড়ার আ: মোতালেবের ছেলে ও সানি রহমান বোয়ালিয়া থানার কুমারপাড়ার মো: হাবিবুর রহমান আল বাশারের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার বাসিন্দা উত্তম বাড়ৈ বর্তমানে শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ফ্রিল্যান্সিং এর কাজ করে। গতকাল ১৬ মার্চ ২০২৫ ইং তারিখ বিকাল সাড়ে ৪ টায় তার বান্ধবী জরুরি প্রয়োজনে তার সঙ্গে দেখা করতে যায়। কিছুক্ষণ পর আসামিরা দেশীয় অস্ত্রসহ উত্তম বাড়ৈর বাসায় জোরপূর্বক প্রবেশ করে। আসামিরা তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ভুক্তভোগীদের মারধর করে ও বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালায়।
এছাড়াও অভিযুক্তরা বাড়ৈর বান্ধবীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। অভিযোগ রয়েছে অভিযুক্তরা তাকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় মারধর করে ও ধর্ষণের চেষ্টা চালায়। উত্তম বাড়ৈ কৌশলে তার সহকর্মীর মাধ্যমে ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে। অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আলামত নষ্ট করার চেষ্টা করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এ সংক্রান্ত শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়।
শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের দিকনির্দেশনায় এবং শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মোস্তারীর নেতৃত্বে এসআই নূর মোহাম্মদ সরদার ও তার টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
পরবর্তীতে গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, চাকু ও ভুক্তভোগীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ক্যামেরা, স্টাম্পসহ বিভিন্ন মালামাল উদ্ধার হয়।
এ বিষয়ে শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ মোসাঃ মাছুমা মোস্তারী জানান,গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন, মোসাঃ সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, আরএমপি পুলিশ মিডিয়া, হেডকোয়ার্টার, রাজশাহী।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।