
নবকণ্ঠ ডেস্ক | সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট
সম্প্রতি যুগ্ম সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে পদায়িত হওয়ায় ১ বছর রাজশাহীতে কর্মরত থেকে বিদায় নিলেন বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার কৃতি সন্তান তরফদার জামীল রাজশাহীতে কর্মকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এর দায়িত্ব পালনের পাশাপাশি জেলা পরিষদের প্রশাসক, তিনটি কলেজ এবং ১টি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমে সংযুক্ত থেকে তরুণ ও যুবকদের সহায়তা করে আসছিলেন। অতি অল্পসময়ে তিনি সকলের বিশেষ করে তরুণ ও যু্বকদের আইকনে পরিণত হয়েছিলেন। তার বদলিতে রাজশাহীবাসী একজন সৎ, সদালাপী, কাজপাগল মানুষকে হারালো।
Posted ৯:০০ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।