
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ০১ মার্চ ২০২৫ | প্রিন্ট
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি (পলাশতলা) প্রাঙ্গণে ৮ দিনব্যাপী অমর একুশে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বিপিএম, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারি শাখা) শিহাব সারার অভী প্রমুখ।
বইমেলার শেষ দিনটি ছিল ছুটির দিন। বিকালের পর থেকেই পাঠক ও বইপ্রেমীরা মেলা চত্বরে ভিড় জমাতে থাকেন। প্রায় সবাই পছন্দের বই সংগ্রহে ব্যস্ত ছিলেন, এবং কিছু স্টলে উপচে পড়া ভিড় ছিল। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আলোচনা সভা শেষে অমর একুশে বইমেলার মূলমঞ্চে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নরসিংদীতে এবারের ৮ দিনব্যাপী অমর একুশে বইমেলায় ফিরে এসেছিল প্রাণের স্পন্দন। পাঠক, দর্শক ও প্রকাশকদের আনাগোনায় মেলা চত্বর ছিল মুখরিত।
Posted ৬:৫২ অপরাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।