বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম অংশগ্রহণ করে পদক অর্জন 

মো. আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী   |   বুধবার, ১২ মার্চ ২০২৫   |   প্রিন্ট

কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম অংশগ্রহণ করে পদক অর্জন 

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কারাত টিম গত ২৭/০২/২০২৫ ইং থেকে ০২/০৩/২০২৫ ইং তারিখ তিনদিন ব্যাপী ৪র্থ সিহান হুমায়ুন কবির জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পদক অর্জন করেন।

উক্ত খেলায় দুটি স্বর্ণ, তিনটি রোপ্য ও ছয়টি তাম্র পদক অর্জন করেছেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেছেন, শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন, মোঃ শাহীনুরুল ইসলাম শাহীন ও মোঃ ফরিদ হোসেন।
০১. (-)২৫ কেজি ওজন শ্রেনীতে অনিরুদ্ধ ঘোষ অনি- রোপ্য পদক( খেলোয়াড়), ০২.(-)৬০ কেজি ওজন শ্রেণীতে মোসাঃ ফাতেমা -স্বর্ণ ও তাম্র পদক (খেলোয়াড়)), ০৩.(-) ৫০ কেজি শ্রেণীতে মোঃ রুবেল খান-স্বর্ণ পদক (খেলোয়াড়) ০৪.(-)৫৫ কেজি শ্রেণীতে মোঃ রাহুল শেখ মুন- রোপ্য পদক (খেলোয়াড়), ০৫.(-)৩৫ কেজি ওজন শ্রেণীতে সানিউল আলম সানাম-রোপ্য ও তাম্র পদক (খেলোয়াড়),০৬.(-) ৪৫ কেজি ওজন শ্রেণীতে স্বপ্না শীল- তাম্র পদক (খেলোয়াড়),০৭.(-) ৫০ কেজি শ্রেণীতে ঐশী ঘোষ অনু -তাম্র পদক (খেলোয়াড়),০৮.(-) ৪৫ কেজি ওজন শ্রেণীতে অরিদম ঘোষ রুদ্ধ -তাম্র পদক (খেলোয়াড়),০৯.(-) ৪৪ কেজি ওজন শ্রেণীতে অমিত হাসান – তাম্র পদক (খেলোয়াড়)।২৭/০২/২০২৫ থেকে ০১/০৩/২০২৫ ইং তারিখ পর্যন্ত ৪র্থ সিহান হুমায়ুন কবির জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতায় – ২০২৫ ৩৬(ছত্রিশ) টি টিম অংশ গ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম অংশ গ্রহণ করে সাফল্যের সাথে ০২(দুই) টি স্বর্ণ, ০৩(তিনটি)রোপ্য ও ০৬ (ছয়) টি তাম্র পদক অর্জন করে সিহান হুমায়ুন কবির জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতায় সুনামের সহিত গৌরব অর্জন করেছে।যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজশাহী শিক্ষা বোর্ডের নাম স্বর্ণাক্ষরে স্মরণীয়। আমরা কৃতঞ্জতা জানাই আয়োজক কমিটির প্রতি।
উক্ত খেলার পদক রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ, ন,ম, মোফাখখারুল ইসলাম ও সচিব জনাব প্রফেসর ড.শামীম আরা চৌধুরী সহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা বৃন্দ খেলোয়াড়দের হাতে পুনরায় পদক তুলে দেন এবং খেলোয়াড়দের বরণ করে নেন।এ ছাড়াও পদক ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক জনাব প্রফেসর মো.মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক, মোহা.জিয়াউল হক,উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মোঃ ইব্রাহিম হোসেন, উপ- সচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ ওয়ালিদ হোসেন, উপ- পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) জনাব মোঃ মুঞ্জুর রহমান খান, সহকারী সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ খোরশেদ আলম, উপ সচিব (ভান্ডার) মো: দুরুল হোদা,তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার (নাইস), একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ হাসান আলী, ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও মোঃ বিশাল রহমান সহ খেলোয়াড় বৃন্দ আরও রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা: হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক, মোঃ মাহাবুব আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins