
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে পরিমাণের চেয়ে পেট্রোল মাপে কম দেওয়ার অভিযোগে আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি, এলপিজি, ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
জানা গেছে, মনোহরদী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে সোমবার মনোহরদী উপজেলার সিএনজি ও ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি, এলপিজি, ফিলিং স্টেশনটিতে পেট্রোলে ওজন কম দেওয়ার অভিযোগে ‘ওজন ও পরিমাপ দন্ড আইন ২০১৮’ অনুযায়ী বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই-এর ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ নেওয়াজ এবং মনোহরদী থানার পুলিশ সদস্যরা।
দীর্ঘদিন ধরে এই ফিলিং স্টেশনটিতে পেট্রোল ও অকটেন ওজন কম দেওয়ার অভিযোগ সাধারণ ক্রেতাদের কাছ থেকে শোনা যাচ্ছিল।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।