
জসীম উদ্দীন , জেলা প্রতিনিধি,মাগুরা : | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
মাগুরার শালিখায় গবাদি পশুর ক্ষুরা রোগের টিকা প্রদান প্রকল্পের আওতায় ৪শ গরুকে টিকা প্রদান কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সদর আড়পাড়া পশু হাটে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মনীষা রাণী কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহারিন সুলতানা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, ইবাদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, রাশেদুল হাসান প্রমুখ। উদ্বোধনী দিনেই শালিখা উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক গবাদি পশুকে এফএমডি বা ফুট এন্ড মাউথ ডিজেজ (ক্ষুরা রোগ) এর টিকা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহারিন সুলতানা। তিনি বলেন, আজ উদ্বোধনী দিনে ১০০ পশুকে এ টিকা দেওয়া হবে। তিনি আরো বলেন,ফুট এন্ড মাউথ ডিজেজ (এফএমডি) বা ক্ষুরা রোগ গবাদি পশুর জন্য একটি মারাত্মক রোগ আর এই রোগকে প্রতিরোধ করতে প্রতিটা গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়া অতীব জরুরি। কারণ ভ্যাকসিন প্রদানের মাধ্যমে ৮০ শতাংশ গরুর ক্ষুরা রোগ প্রতিরোধ করা সম্ভব।
উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ক্ষুরা রোগ একটি ভাইরাসজনিত রোগ আর এই ভাইরাসের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
Posted ৫:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।