
কুষ্টিয়া প্রতিনিধি: | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়ীয়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল আরোহী আহত হয়।
শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া হাই স্কুলের সামনে যাত্রীবাহী কাজী এন্টারপ্রাইজ নামক বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হন। নিহত মোটরসাইকেল চালক নাটোর সদর উপজেলার চৌধুরীবাড়ি এলাকার শুভ (৩২) ও আহত ব্যক্তি একই এলাকার হাসেন আলীর ছেলে মোস্তফা (৩২)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টায় কুষ্টিয়াগামী মোটরসাইকেল কে পাবনা অভিমুখী একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনা স্থলেই মারা যায় এবং মোটরসাইকেল আরোহী আহত অবস্থায় গ্রাম্য ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়েছে।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।