
জসীম উদ্দীন, জেলা প্রতিনিধি,মাগুরা : | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
মাগুরার শালিখায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, মুক্তির গণ সংবর্ধনা ও ঐক্যের জনসভা আজ মাগুরার শালিখার আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদ্য কারা মুক্ত সাবেক সংসদ কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা ছিলেন রবিউল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।
মুক্তির গণ সংবর্ধনা ও ঐক্যের জনসভায় আজ বিকাল তিনটায় আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে শালিখা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল মাঠের উপস্থিত সকল নেতৃবৃন্দকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকল ভেদাভেদ ভুলে জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে স্থানীয় স্বার্থ ভূলে জাতীয় নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে হবে। তাহলে বিগত ১৭ বছরের ত্যাগের সুফল পাওয়া যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব আক্তার হোসেন,যুগ্ন আহবায়, মাগুরা জেলা বিএনপি। আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক খান, হাসান ইমাম সুজা, এডভোকেট রোকনুজ্জামান, যুগ্ন আহবায়ক সহ মাগুরা জেলার যুবদল,সেচ্ছাসেবকদল,শ্রমিকদল ও ছাত্রদলের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা আহবায়ক আলী আহমেদ।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।