
মোঃ শাহিন মিয়া , শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, তারেক রহমান ঘোষণা করেছেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কৃষকের জন্য প্রত্যেক ইউনিয়নে কৃষি ক্রয় কেন্দ্র নির্মাণ করব, ক্ষমতায় গেলে আমরা শস্যাগারের ব্যবস্থা করব। আমরা রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না। আমরা মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করে ক্ষমতায় যেতে চাই না। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতা যেতে চাই
রোববার ( ২৬ জানুয়ারি) বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়ন কৃষকদলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে শহিদুল ইসলাম বাবুল বলেন, তারেক রহমান ঘোষণা করেছেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কৃষকের জন্য প্রত্যেক ইউনিয়নে কৃষি ক্রয় কেন্দ্র নির্মাণ করব, ক্ষমতায় গেলে আমরা শস্যাগারের ব্যবস্থা করব। কৃষকরা যাতে বেশি বেশি ফসল ফলাতে পারেন এজন্য গ্রামে গ্রামে আমরা কৃষি সমিতির ব্যবস্থা করব।
শিবচর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মিন্টু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি এ্যাড. মনিরুজ্জামান দিপু, কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী, মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এ্যাড. অলিউর রহমান দর্জি, সদস্য সচিব অহিদুজ্জামান খান, শিবচর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. লিটন শিকদারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Posted ১:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।