
জসীম উদ্দীন,জেলা প্রতিনিধি,মাগুরা : | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্বে অবস্থিত শালিখা পপুলার ক্লিনিক এন্ড মেডিকেল সেন্টারে ভুল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রুগির ভাই অনিক ইসলাম সিভিল সার্জন বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার তদন্ত কমিটি ক্লিনিক পরিদর্শন করেছেন।
সরজমিনে গিয়ে জানা যায় গঙ্গারামপুর ইউনিয়নের মধুখালী গ্রামের হাদিউজ্জামানের স্ত্রী তমালিকা তমা ( ৩০) গত ১৫ ই নভেম্বর প্রসব বেদনা শুরু হলে তার বাবার বাড়ি বয়রা গ্রাম থেকে তার মা সাথে করে পপুলার ক্লিনিকে নিয়ে আসেন। অনিক ইসলাম জানান তার বোনকে ক্লিনিকে নেওয়ার পর তার জামাই আসতেছে বলে একটু অপেক্ষা করতে বলেন কিন্তু ক্লিনিকের মালিক বলেন রোগীর অবস্থা বেশি ভালো না তাড়াতাড়ি অপারেশন করতে হবে। তারপর ডাক্তার সাদিয়া আফরোজ তুলি অপারেশন করেন এবং কন্যা সন্তানের জন্ম হয়। অপারেশনের দুই দিন পর ছাড়পত্র দিলে বাড়িতে নিয়ে যায় । ২১ নভেম্বর রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং ঐদিন রাত ১০:৩০ ঘটিকায় তার মৃত্যু হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি ডাক্তার সাদিয়া আফরিন মিতু ও ক্লিনিকের বিরুদ্ধে সঠিক তদন্ত পূর্বক ব্যবস্হা গ্রহনের।এ সময় অনিক ইসলাম আরো বলেন ভূল চিকিৎসার কারনে আমার বোনের মত এরকম যেন আর কারো অকালে মৃত্যু না হয়।
Posted ২:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।