
আরিফুল ইসলাম মালয়েশিয়া প্রতিনিধি: | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
আজ সকাল ১০ টায় আস্থা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সাভারদিয়া ঈদগাহ মাঠে সাভারদিয়ার সকল হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ।উক্ত অনুষ্ঠানে সকল হাফেজ ও কৃতি শিক্ষার্থীর পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , আস্থা প্রবাসী ফাউন্ডেশন ও সাভারদিয়ার একতা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন ।অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন মুফতি বাকাবিল্লাহ (কাজল) হুজুর ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন সুশিক্ষা হচ্ছে একটি জাতীর মেরুদন্ড তাই তোমাদের পড়াশুনায় মন দিতে হবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে ।
তোমরাই হবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ ।যেখানে থাকবে না কোনো বৈষম্য ।সবাই মিলে গড়বে নতুন এক বাংলাদেশ ।প্রবাসীদের এমন মহৎ কাজে এগিয়ে আসায় বক্তারা তাদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন আগামীতে তাদের এই উদ্যোগ আরো বৃদ্ধি পাবে এই আশা ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয় ।অনুষ্ঠান শেষে হাফেজ দের পাগড়ি প্রদান,কৃতি শিক্ষার্থীদের স্কুল ব্যাগ,ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।