নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে হাবিবুর রহমান টিটু নামে ট্রাকচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় বাসের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ঝারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক হাবিবুর রহমান টিটু ঝিনাইদহের কালীগঞ্জের আনসার মোল্লার ছেলে। তাৎক্ষণিক আহতদের কারও নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রায়পুরার মাহমুদাবাদ ঝারতলা এলাকায় জৈবসার বোঝাই ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত ও বাসের চালকসহ তিন জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
দুর্ঘটনায় গাড়ি দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।