
| শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর সংবাদদাতা: নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) শিবপুর উপজেলা সফরে গিয়ে উপজেলার ইউএনও, এসিল্যান্ড, শিবপুর পৌরসভাসহ বিভিন্ন প্রকল্প দর্শন করেন।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ইউনিয়ন ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় ও পর্যালোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ হারুনুর রশীদ খান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিল্যান্ড শ্যামল চন্দ্র বসাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ সামসুল আলম ভূঞা রাখিল, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু, মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান তরুণ মৃধা, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার প্রমুখ।
Posted ৯:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।