বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

সিরাজগঞ্জের তাড়াশে কিডনি রোগী মেধাবী ছাত্র জুনায়েদকে বাঁচাতে দরকার ১২ লাখ টাকা

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ   |   বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট

সিরাজগঞ্জের তাড়াশে কিডনি রোগী  মেধাবী ছাত্র জুনায়েদকে   বাঁচাতে দরকার ১২ লাখ টাকা

সিরাজগঞ্জের তাড়াশের মেধাবী ছাত্র জুনায়েদ ইবনে আক্কাস আলীর দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকার শ্যামলীতে সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হয়। তাকে বাঁচাতে হলে একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এজন্য ১২ লাখ টাকার প্রয়োজন। তার এই চিকিৎসার

ব্যয় বহন করা তার বিধবা মায়ের একার পক্ষে সম্ভব হচ্ছে না। এজন্য সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তার মা হালিমা খাতুন আবেদন জানিয়েছেন।
জুনায়েদ তাড়াশ উপজেলার কাস্তা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর একাদশ শ্রেনীর মেধাবী ছাত্রা। তার মা হালিমা খাতুন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলের দুইটি কিডনিই বর্তমানে অকেজো হয়ে গেছে। তাকে প্রতি সপ্তাহে দুইবার ডায়লাইসিস করতে হয়। বর্তমানে

জুনায়েদ ঢাকার শ্যামলীতে সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালের বিশেষজ্ঞ ডাঃ তানভীর রহমানের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগন জানিয়েছেন জুনায়েদকে বাঁচাতে হলে তার একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। আমি মা হয়ে ছেলেকে একটি কিডনি দান করতে চাই কিন্ত কিডনি প্রতিস্থাপন করতে খরচ হবে ১২/ ১৩ লাখ টাকা। এতো টাকা ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়।
তাই সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। তার এই আবেদনে সাড়া দিয়ে সিরাজগঞ্জের সামাজিক সংগঠন সম্মিলিত প্রয়াস
(রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা) ‘র

পক্ষ থেকে বুধবার সকালে অসুস্থ্য জুনায়েদ এর মা হালিমা খাতুনের হাতে নগদ ৬১ হাজার পাঁচশত টাকা তুলে দেন। এসময় সম্মিলিত প্রয়াসের সভাপতি এ এইচএম মহিবুল্লাহ মহিব, স্থায়ী সদস্য আব্দুল হান্নান, মোহাম্মদ আলী জিন্নাহ, ডাঃ হাকিম বাবু ও আলী আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মিলিত প্রয়াসের সভাপতি এ এইচএম মহিবুল্লাহ মহিব সমাজের বিত্তবানদের নিকট মেধাবী ছাত্র জুনায়েদের সুচিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
মোছাঃ হালিমা খাতুন মোবাইল নং- ০১৩০২-৫৭৪৮৪৮ (বিকাশ),০১৮৫০-৮২৮৭৮১(নগদ

Facebook Comments Box

Posted ১১:০৭ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins