
আবু নাঈম, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ- | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
ফুলপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মোখছেদুল হক দুলালের (আলোকিত বাংলাদেশ) আহ্বানে, ফুলপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে রবিবার রাত ৮ ঘটিকায় কোরআন পাঠের মধ্য দিয়ে, এক জরুরী সভা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিনের (যুগান্তর) সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের (স্বদেশ সংবাদ) সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন (ভোরের ডাক/আজকের বাংলাদেশ), প্রেসক্লাব সহ সভাপতি ফুলপুর রিপোটার্স ইউনিটির সভাপতি ক্বারী সুলতান আহম্মাদ (দৈনিক জাহান), প্রেসক্লাব সহ সভাপতি নজরুল ইসলাম ফকির (দৈনিক বাংলার দর্পণ), প্রেসক্লাব সহ সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম (দৈনিক দেশেরপত্র), সাংবাদিক তোফাজ্জল হোসেন (দি ডেইলি অবজারভার), মোঃ আবু রায়হান (দৈনিক ভোরের ডাক), গোলাম মোস্তফা (দৈনিক কালবেলা), সেলিম রানা (দৈনিক প্রতিদিনের সংবাদ), মফিদুল ইসলাম (দি ডেইলি এশিয়ান এইজ), উজ্জল চৌধুরী (অপরাধ অনুসন্ধান), নুর হোসেন খান (শীর্ষ খবর), তপু রায়হান রাব্বি (দৈনিক আজকের সংবাদ), বাহার উদ্দিন (দৈনিক আলোকিত দেশ), জুয়েল রানা (দৈনিক অপরাধ অনুসন্ধান), মাসুদ রানা (দৈনিক খবরপত্র),আবু নাঈম( শিক্ষা তথ্য, দৈনিক শিরোমনি) মিজানুর রহমান সুজন (সিএন নিউজ), রবিউল হক বাবু (দৈনিক বাংলাদেশ সকাল), ইকবাল হুসাইন (দৈনিক দেশের খবর), ফয়জুর রহমান (সাপ্তাহিক পরিধি), হাকীম এস,এম শামীম (দৈনিক পরিবর্তন) সহ ফুলপুর উপজেলা সংবাদ প্রতিনিধি গণ।
এসময় ফুলপুর প্রেসক্লাবের উন্নয়নে ও প্রেসক্লাবকে শক্তিশালী হিসেবে পরিচালনার ক্ষেত্রে, সকল বাধা বিপত্তি প্রতিহত করে, সকলে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও সাংবাদিক সহকর্মীদের মাঝে সহযোগী মনোভাব ও আন্তরিকতা রক্ষা করা। ফুলপুর উপজেলার সকল অঙ্গ সংগঠন সমূহকে একত্রিত হয়ে, সকল হিংসা বিদ্বেষ ভূলে, কারও পক্ষপাতিত্ত না করে, সকলের প্রতি সম অধিকার নিশ্চিত করা। তথ্য সংগ্রহ ও প্রকাশে সহযোগীতা নিশ্চিত করা। সকল কার্যক্রমে সাংবাদিকদের উপস্হিতি ও মাসিক সভার আয়োজন নিশ্চিত করা। সকলের মতামতের ভিত্তিতে ও নিয়ম মেনে নির্ধারিত মেয়াদে সাংগঠনিক পূর্ণ কমিটি গঠন নিশ্চিত করা। সকল বিজ্ঞাপন সংগ্রহ ও সমবন্টনের মাধ্যমে বিজ্ঞাপন বৈষম্য দূর করা সহ, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে সকলেই মুক্ত মতামত ব্যক্ত করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে অদ্য ঘোষিত জরুরী সভা সমাপ্তি ঘোষনা করা হয়।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।