
প্রদীপ কুমার দেবনাথ, | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
নরসিংদী বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন চিপাঘাট এলাকায় দুই বাসের সংঘর্ষে উভয় বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহন বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় উভয় বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশায় উভয় বাসের চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। এ কারণেই এই দুর্ঘটনা ঘটে। উভয় বাসের চালকসহ বিসমিল্লাহ পরিবহন বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের পাইনি। বাস দুটি জব্দ করে থানায় নিয়ে যাচ্ছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৩:১৭ অপরাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।