
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: | রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
নোয়াখালীর চাটখিল উপজেলার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠন।
আজ রবিবার সকাল ১০ ঘটিকায় মিছিলটি চাটখিল সেন্ট্রাল হসপিটাল থেকে শুরু করে পুরা বাজার প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের পক্ষে শ্লোগান তুলতে শোনা যায়।
উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীগণ ও অংগ সংগঠনের নেতা কর্মীগণ মিছিলের মধ্যে নিরপক্ষ নির্দলীয় সরকারের দাবিতে দেশব্যাপী ডাকা অবরোধ কর্মসূচির বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
মিছিল শেষে বেশ কয়েকটি ফটকা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে প্র্যক্ষদর্শীরা। বিএনপি নেতাদের দাবি বিস্ফোরণের সাথে তারা জড়িত নয়।
Posted ৮:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।