
শাহ জালাল আহাম্মদ | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
“পুলিশ জনতা ঐক্য করি,
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ০৪ নভেম্বর (শনিবার) বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটের ন্যায় হবিগঞ্জ জেলায়ও কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন করা হয়। হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২৩’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ০৯: ০০ ঘটিকায় হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়।
শুরুতে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সম্মানিত বক্তরা জেলায় কমিউনিটি পুলিশিং এর ইতিহাস, গুরুত্ব এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্স হতে নির্বাচিত জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হবিগঞ্জ সদর থানার এসআই(নিঃ)/ মুমিনুল ইসলাম পিপিএম এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য জনাব রোটারিয়ান মোদারিছ আলী টেুন, সভাপতি, হবিগঞ্জ পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি, হবিগঞ্জ এর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “বাংলাদেশ পুলিশের পাশাপাশি সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের সবাইকে একেকজন যোদ্ধার মত হতে হবে। জনগণকে পুলিশের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। পুলিশ জনগণের সেবায় সবসময় নিয়োজিত আছে, থাকবে। আমাদের সফলতা জনগণ এবং পুলিশের সমন্বয়েই সম্ভব। মাদক, মানব পাচার, জংগীবাদসহ সকল অন্যায়ের বিরুদ্ধে জনগণ এবং পুলিশ এক হয়ে কাজ করলেই শান্তি আসবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব প্রিয়াংকা পাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, হবিগঞ্জ, জনাব শহীদ উদ্দিন চৌধুরী, সভাপতি, কমিউনিটি পুলিশিং, হবিগঞ্জ জেলা, জনাব আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ পৌরসভা, জনাব মোহাম্মদ নাহিজ, সভাপতি, প্রেসক্লাব, জনাব মোঃ মোদারিছ আলী টেনু, সভাপতি, কমিউনিটি পুলিশিং, হবিগঞ্জ পৌরসভা, জনাব অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, হবিগঞ্জ সহ জেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, স্কাউট ও রোটারিয়ান এবং জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ।
Posted ৭:৪৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।