
আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
সিরাজগন্জের কাজিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৩ ইং মা ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহারের কারণে যমুনা নদীর কাজিপুর অংশে ইউএনও সুখময় সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযানে জালসহ তিন জেলেকে আটক করা হয়। প্রতিজনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড পরিশোধে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
৩০ অক্টোবর সোমবার সকালে কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর কাজিপুর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এই সময় সিরাজগঞ্জ সদর উপজেলার কোপদাশ পাড়া গ্ৰামের জহুরুল শেখের ছেলে তহিদুল ইসলাম, সদর উপজেলার মেছরা গ্ৰামের আফসার আলী শেখের ছেলে এরশাদ আলী, পাচঠাকুরি গ্ৰামের আঃ সামাদের ছেলে আমিনুলকে কারেন্ট জাল এবং বেশ কিছু ইলিশ মাছ সহ আটক করা হয়।
অভিযান পরিচালনার উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক , কাজিপুর থানার পুলিশ টিম ও নৌপুলিশ এবং মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ইসমাইল, মনিরুজ্জামান, অরুপ কুমার বসাক সহ অন্যান্য কর্মচারীগণ
Posted ৭:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।