
সাহেব আলী, নওগাঁ প্রতিনিধি : | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে অসহায় হিন্দু পরিবারের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় নওগাঁ সদর মডেল থানা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান নওগাঁ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ ফয়সাল বিন আহসান,ইন্সপেক্টর আ: গফুর, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোট, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী দীপক কুমার দেব ও অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। েঅনুষ্ঠানে স্থানীয় পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান জানান, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানেই পুলিশ সাধ্যমত সমাজে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া মানুষকে উপহার প্রদান করে। সেই ধারাবাহিকতায় দূর্গা পূজা উপলক্ষে এবারো জেলা জুড়ে এই কর্মসূচী গ্রহন করা হয়েছে।
Posted ৭:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।