
রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ হাসান চত্বরের মুক্তমে ওলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ওলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সচিব, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক তুষার ইমরান সরকার ও পৌর ওলামা পরিষদের সভাপতি মুফতি আজিজুল্লাহ।
এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
বক্তারা বলেন,ফিলিস্তিনির ওপর ইসরায়েলের বর্বরচিত হামলা অত্যান্ত ন্যাক্কারজনক। অবিলম্বে এ হামলা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে হবে।
Posted ১১:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।