মঙ্গলবার ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খন্দকার আমির হোসেন   |   বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট

নরসিংদীতে শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো শিক্ষা উপকরণ মেলা-২০২৩ ও অভিভাবক সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আবদুল খালেক। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোবারুল ইসলাম। শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনের আয়োজক ছিল মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

এই আয়োজনে অংশ নেয় মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়, শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমী, হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর আনোয়ার আলী মিয়া উচ্চ বিদ্যালয়, খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বগাদী উচ্চ বিদ্যালয়, গোখলা লু-লুয়েদ্বীন ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কোচেরচর দাখিল মাদ্রাসা ও দশদোনা ফাজিল মাদ্রাসা। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলাম বাস্তবায়ন। সেই সঙ্গে অভিভাবক ও শিক্ষার্থীদের মতামত শ্রবণ, পরামর্শ প্রদান এবং শিক্ষার্থীদের হাতে তৈরি শিক্ষা উপকরণ পরিদর্শন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান, শিবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অংশ গ্রহণকারী বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকগণ। প্রধান অতিথির বক্তব্যে এ এস এম আবদুল খালেক বলেন- ‘শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তোলার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। তেমনই একটি উদ্যোগ ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম।

আমাদের উচিত নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে এই উদ্যোগকে সফল করা। এতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রতিভাকে বিকশিত করার সুযোগ পাবে।’ আর সভাপতির বক্তব্যে মোঃ মোবারুল ইসলাম বলেন- ‘আমরা খুব সহজে নতুন কিছু গ্রহণ করতে চাই না। কিন্তু গ্রহণ করার পর বুঝতে পারি এর উপকারিতা। তাই আশা করছি, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কারিকুলাম নতুন হলেও আমরা সেটা দ্রুত গ্রহণ ও বাস্তবায়ন করবো। এতে আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে।’

Facebook Comments Box

Posted ১০:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins