
মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধিঃ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যক্রমে আরো গতিশীলতা আনতে গাজীপুরে যুবলীগের প্রাথমিক
সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরের ১৫ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে সোমবার বিকেলে মহানগরীর বাসনসড়ক এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রধান অতিথি হিসেবে প্রাথমিক সদস্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় রাসেল সরকার বলেন,আওয়ামীলীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এজন্য আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে
নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা বিশ্বাস
করি আওয়ামীলীগের পাশাপাশি যুবলীগ দেশব্যাপী বিরোধীদলের ষড়যন্ত্র
প্রতিহত সহ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে জোরালোভাবে কাজ করে যাবে। মহানগর ১৫ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর যুবলীগ ও র্বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১০:৪১ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।