
খন্দকার আমির হোসেন: | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
ভৈরবে ৭ বোতল ফেন্সিডিলসহ নরসিংদীর শিবপুরের ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ভৈরব থানাধীন লক্ষ্মীপুর সাকিনস্থ শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শিবপুর উপজেলার ধানুয়া এলাকার মৃত মোতালেব শিকদারের ছেলে মোঃ হান্নান শিকদার (৪০), একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মাসুম মোল্লা (৩৮), পূবেরগাঁও এলাকার হাজী আব্দুল মজিদ মিয়ার ছেলে আবিদ হাসান জজ মিয়া (৩৮), আশ্রফপুর এলাকার মোঃ মন্নাফ প্রধানের ছেলে মোঃ মামুন প্রধান (৩০)।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. জামিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Posted ৯:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।