
নিজস্ব প্রতিবেদক: | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আমার গ্রাম, আমার দ্বায়িত্ব, শিশুর জীবন হোক, বাল্যবিবাহ মুক্ত এই শ্লোগানে রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের সাইরপুকুর গ্রামে বাল্যবিবাহ বন্ধে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ বন্ধে সামাজিক জাগরণ সৃষ্টি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (গম্ভীরা) অনুষ্ঠিত হয়েছে। এর আগে সাইরপুকুর মোড় হতে কনর্হার থানা পর্যন্ত বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে হুজুরীপাড়া সাইরপুকুর মোড় মাঠ প্রাঙ্গনে শিশু সুরক্ষা কামিটি, ভিজিল্যান্স টিম, শিশু ফোরাম ও ভিডিসির আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সহযোগিতায় হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নাহার থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথ।
ওয়ার্ল্ড ভিশন পবা এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক এর সার্বিক তত্বাবধানে এবং সহায়তাকারী শিমু আরজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসা দাখিল মাদ্রাসার এসিস্টেন্ট সুপার মো: সিরাজুল ইসলাম, কর্নাহার থানা সাব-ইন্সপেক্টর সাবিনা ইয়াসমিন, দারুসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, ইউসেপ টিম লিডার তাহমিদা খাতুন ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম সহ অনুষ্ঠানে অংশগ্রহন করে প্রায় এক হাজার জন শিশু, অভিভাবক, শিশু ফোরাম, ইয়ুথ ফোরামের সদস্য ও নেতৃবৃন্দ।
উল্লেখ্য বাল্যবিবাহ শিশুর প্রতিসহিংসতার অন্যতমকারণ। বাল্যবিবাহ বন্ধ করতে হলে প্রয়োজন সামাজিক জাগরণ। তৃনমূল পর্যায়ে বিশেষ করে গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহমুক্ত করা সম্ভব। এরই ধারাবাহিকতায় বাল্যবিবাহ বন্ধে সামাজিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ (এসডিজি ১৬.২) অনুযায়ী- শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা, নির্যাতন, অত্যাচার, শোষণ বাল্যবিবাহ ও পাচার বন্ধে বাংলাদেশ সরকারের উদ্যোগকে সহযোগিতা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাল্যবিবাহমুক্ত গ্রাম প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে।
Posted ৮:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।