বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নন্দীগ্রামে দইয়ের কারখানাসহ ৪টি বাড়িতে আগুন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :   |   বুধবার, ২৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট

নন্দীগ্রামে দইয়ের কারখানাসহ ৪টি বাড়িতে আগুন

বগুড়ার নন্দীগ্রামে বাংলা দই ঘরের কারখানাসহ ৪টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। বুধবার (২৩ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার নন্দীগ্রাম কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।

ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাংলা দই ঘরের কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাংলা দই ঘরের মালিক আজাহার আলীর কারখানা-বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আংশিক পুড়ে যায় আল আমিন, মোস্তাফিজুর রহমান ও হাবিবুর রহমানের বাড়ি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিটের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্ৰস্থদের আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশন কর্মকর্তা তানভীর হাসান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

Posted ৯:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins