
খাইরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, নড়াইল : | মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট
নড়াইলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে সোমবার (১৯ জুন) সকালে নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন-সমিতির নড়াইল জেলার সাধারণ সম্পাদক সম্মিলিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার ভদ্র।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। আমাদের আশা ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাসের আগেই জাতীয়করণের ঘোষণা আসবে। আর যদি সুনির্দিষ্ট ঘোষণা না আসে, তাহলে আগামী ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করা হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন সবাই।
শিক্ষক সমিতি নড়াইল শাখার সভাপতি ফকির ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন-সহসভাপতি নিমাই চন্দ্র পাল, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, প্রধান শিক্ষক পরিষদের সভাপতি প্রশান্ত কুমার দত্ত, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, নাকসী এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, মাইজপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস সিকদার, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদারসহ শিক্ষকবৃন্দ।
Posted ১২:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।