বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

শেরপুরে অধ‍্যক্ষের পদত‍্যাগের দাবিতে কলেজের দূর্নীতি প্রতিরোধ কমিটির গৃহীত কর্মসূচি

এনামুল হক, শেরপুর প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ১১ মে ২০২৩   |   প্রিন্ট

শেরপুরে অধ‍্যক্ষের পদত‍্যাগের দাবিতে কলেজের দূর্নীতি প্রতিরোধ কমিটির গৃহীত কর্মসূচি

শেরপুর সদর উপজেলার কুসুম হাটি বাজারস্থ জমশেদ আলী মেমোরিয়াল কলেজের অধ‍্যক্ষকে দুর্নীতিবাজ ও সিআইডি কর্তৃক প্রমাণিত স্বাক্ষর জালকারী উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কলেজটির দূর্নীতি প্রতিরোধ কমিটি ও এলাকার সচেতন নাগরিক। ১০ মে বুধবার সন্ধ্যায় কুসুম হাটি বাজারে দূর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক আব্দুর সাত্তার মাষ্টার সভাপতিত্বে ও সদস্য সচিব নাছির উদ্দীন সুজা সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় ওই সব কর্মসূচি ঘোষণা করা হয়। এসময় কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল সহ কমিটির অন‍্যান‍্য সদস্যবৃন্দ ও এলাকার সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।

গৃহীত কর্মসূচি গুলো হলো: ১# ১৪ মে রবিবার বিকাল ৪ ঘটিকায় কুসুম হাটি বাজার হতে জামালপুর ফেরিঘাট পর্যন্ত পদযাত্রা ও লিফলেট বিতরণ।
২# ১৮ মে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় কুসুম হাটি বাজার হতে মুন্সির বাজার পর্যন্ত পদযাত্রা ও লিফলেট বিতরণ।
৩# ২২ মে সোমবার বিকাল ৪ ঘটিকায় কুসুম হাটি বাজার হতে চকসাহাব্দি পর্যন্ত পদযাত্রা ও লিফলেট বিতরণ।
৪# ২৫ মে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কুসুম হাটি বাজার হতে শেরপুর শহরে পদযাত্রা ও লিফলেট বিতরণ।
৫# ৩০ মে মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কুসুম হাটি বাজারে গন জামায়েত কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বুধবার (৩ মে) সকাল ১১ঘটিকায় অধ‍্যক্ষ শহীদুল ইসলাম রেজাকে দুর্নীতিবাজ ও স্বাক্ষর জালকারী উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে কলেজ গেইটের সম্মুখে ২ ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এলাকাবাসী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন কলেজটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল। এসময় অধ্যক্ষ শহীদুল ইসলাম রেজা ও নতুন সভাপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন অবরোধকারীরা। একই সাথে অধ্যক্ষের কুশপুত্তলিকাদাহ পুড়ান তারা।

পরে ৫ মে শুক্রবার মানববন্ধন ও অবরোধ কর্মসূচির বিপরীতে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অধ‍্যক্ষ শহীদুল ইসলাম রেজা।

Facebook Comments Box

Posted ১:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins