
রিপন ঘোষ, মাগুরা প্রতিনিধি : | রবিবার, ০৭ মে ২০২৩ | প্রিন্ট
মাগুরা সদর উপজেলা পরিষদের সকল সেবা একই ভবনে সন্নিবেশিত করার জন্য আধুনিক ছয়তলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ রোববার (৭ মে) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারিফ-উল হাসান, সদর উপজেলা পরিষদের প্রকৌশলী আব্দুল্লা আল কবির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ অন্যরা।
সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের অগ্রযাত্রায় মাগুরায় ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে জনগণের সেবা আরো নিশ্চিত করতে, সদর উপজেলা চত্বরে আধুনিক ছয়তলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। এই এক ভবন থেকেই মানুষ নানামুখী সেবা পাবেন।
সদর উপজেলা পরিষদের প্রকৌশলী আব্দুল্লা আল কবির জানান, সরকারের সাত কোটি টাকা ব্যয় এলজিইডির বাস্তবায়িত এ ভবনটিতে সদর উপজেলা পরিষদের সরকারের সবগুলো বিভাগ একই ছাদের নিচে জনগণকে সেবা দিতে পারবে। এতে করে নাগরিক সেবার মান আরো বাড়বে।
Posted ৭:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৭ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।