
প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী) | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | প্রিন্ট
নরসিংদীর বেলাবতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলাব উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ বেলাব উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরার নেতৃত্বে একটি র্যালী প্রশাসন প্রাঙ্গণ হতে বের হয়ে বেলাব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, বেলাব উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজরুল, বেলাব থানা অফিসার ইন চার্জ তানভীর হোসেন, বেলাব উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার ঘোষ, বিভিন্ন দফতরের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, মহিলা পরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনায় বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন বক্তারা।
Posted ৭:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।