
এস এম মিজানুর রহমান স্টাফ রিপোর্টার,বাগেরহাট | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
বাগেরহাটের রামপালে বাংলাদেশ ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৫৫ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছে আরেকটি বিদেশি জাহাজ। গতকাল সকাল সাড়ে ১১টায় ভারত-বাংলাদেশ নৌ প্রটোকলভুক্ত ‘এপিজে কাইস’ জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করেছে। মোংলা বন্দরের হারবার সূত্র জানিয়েছে, রামপালে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ শুরু হওয়ার ১০ বছর পর গত বছরের ২৩ ডিসেম্বর ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। কিন্তু কয়লার অভাবে চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়।
Posted ৩:২২ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।