
জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
সিরাজগঞ্জে নবাগত জেলা প্রশাসকের (ডিসি) সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন।
যাদের লিখনিতে দেশ ও জাতির উপকৃত হয়। এজন্য সাংবাদিকদের সঠিক তথ্য প্রদান ও সহযোগীতা প্রয়োজন। এ সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন উত্থাপনের সমাধান দেন এবং একটি কল্যাণ ট্রাস্ট গঠনের আশ্বাস দেন।
এছাড়া জেলা প্রশাাসনের সংবাদ সংগ্রহে তথ্যে সহযোগীতার আশ্বাসও দিয়েছেন। এ সভায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন (উপ-সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ রায়হান কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তমাল হোসেন এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Posted ১১:১৭ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।