
নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
রাজশাহীতে পবা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) নওহাটা মহিলা ডিগ্রি কলেজ নির্বাচন কেন্দ্রে পবা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ হাবিবুর রহমান চেয়ার প্রতিকে ৩১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুকবুল হোসেন ছাতা প্রতিকে পেয়েছেন ১১৬ ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ আশরাফুল আলম তালা প্রতিকে ২৬৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইস্কান্দার শাপলা প্রতিকে পেয়েছেন ১৮০ ভোট রিটার্নিং অফিসার নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাউছার আলী নেতৃত্বে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এসময় প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট গ্রহণ করেন নওহাটা মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক ফরিদ আহম্মেদ ও প্রভাষক তোফাজ্জল ইসলাম সুমন। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাউছার আলী। এসময় উপস্থিত ছিলেন নওহাটা মহিলা কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মুকবুল হোসেনসহ ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ।
উল্লেখ্য পবা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬০০ জন। ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির পদ সংখ্যা ৯ জন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭জন নির্বাচিত হয়েছেন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২জন করে প্রার্থীতা করেন।
Posted ৭:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।