
স্টাফ রিপোর্টার: | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
সারা দেশের ন্যায় রাজশাহীর পবা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর পবা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯০২ জন, তারমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৯৫ জন, অনুপস্থিত ছিল ০৭ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৯৯.২২ শতাংশ।
এসময় কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার সাইদুর ইসলাম, পবা উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীসহ প্রমুখ। উল্লেখ্য বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
Posted ৭:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।