
নিজস্ব প্রতিবেদক : | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
রাজশাহীর পবায় ‘আস্ক ইয়্যর পুলিশ’ শিরোনামে মতবিনিময়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার শাহ মখদুম থানার ফুদকীপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ ও সাধারণ জনগণের মাঝে সুসম্পর্ক স্থাপনে মানব কল্যাণ পরিষদ ও হড়গ্রাম ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এবং দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এই “আস্ক ইয়্যর পুলিশ” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সচেতনতামূলক এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাহ মখদুম থানা অফিসার্স ইনচার্জ মেহেদী হাসান। অতিথি ছিলেন শাহ মখদুম থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মকছেদ আলী, ৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক সুইট আহম্মেদ, ইউপি সদস্য এ্যাড. জয়নাল আবেদীন জুয়েল, বিট অফিসার এসআই রনি মিয়া। উপস্থিত ছিলেন এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শফিউল আওয়াল, মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর বশির আহমেদ ও উপজেলা কোঅর্ডিনেটর মনিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
Posted ১০:২২ অপরাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।