
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃমো:শাহরিয়ার আহমেদ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাকের সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত ওই চালকের নাম রফিকুল মিয়া। সে রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর গ্রামের আব্দুল সাদেক মিয়ার ছেলে ও পেশায় একজন সিএনজি চালক।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি সিএনজি ভৈরবের দিকে ছেড়ে যায়। একই সময় বিপরিত দিক থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রাক নারায়ণপুর এলাকায় পৌছালে সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। পরে স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। শুক্রবার বিকেলে নিহতের লাশ নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কোন কিছু পায়নি। স্বজনরা দূর্ঘটনার কথা শিকার না করলে আমরাদের কিছুই করার থাকে না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Posted ১০:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।