
মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি : | বুধবার, ৩০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ঠাকুরগাঁও জেলায় ধর্ষন মামলায় মো: আমিনুল (৩০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছে আদালত। ৩০ নভেম্বর বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: গোলাম ফারুক এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৭ মে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহরমপুর পশ্চিমপাড়া গ্রামে ১৪ বছরের এক শিশুকে গোসলরত অবস্থায় বাথরুম থেকে অপহরণ করে এইক গ্রামের মো: আমজাদ আলীর ছেলে আমিনুল। পরে পাশ^বর্তী খরকারি পালার উত্তরে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকী প্রদান করে জোরপুর্বক ঘর্ষন করে শিশুটিকে। এ সময় ঐ শিশুর চিৎকারে তার মা ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে আটক করে। পরে আপোষ মিমাংসার কথা বলে কয়েকদিন অতিবাহিত হলে সুরাহা না হওয়ায় ৪ দিন পর ১১ মে হরিপুর থানায় ঐ শিশুর মা বাদী হয়ে আমিনুলকে আসামী করে একটি মামলা দায়ের করেন। অবশেষে দীর্ঘদিন মামলার বিচার কার্য শেষে আদালতের বিচারক আমিনুল ইসলামকে দোষী সাবস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ১ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
Posted ১১:৩৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।