
স্টাফ রিপোর্টার | সোমবার, ২৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সান জাপানিজ ট্রেনিং সেন্টার নরসিংদী শাখা হতে দ্বিতীয় ছাত্র হিসেবে জাপানের ভিসা পেয়েছেন মোঃ ঈসমাইল মিয়া। উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ থেকে জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছে তিনি। তার এই সফলতার জন্য নিজ এলাকা বেলাবো উপজেলার চন্দনপুর গ্রামের সাধারণ মানুষ,পিতামাতা এবং আত্মীয় স্বজনরা আনন্দ প্রকাশ করেছেন।সবাই আল্লাহর শুকরীয়া আদায় করেছেন।
মোঃ ঈসমাইল মিয়া নরসিংদী জেলা বেলাবো উপজেলার চন্দনপুর গ্রামের মোঃ আইনাল হক এর ছেলে। ছোট বেলায় স্বপ্ন দেখতেন জাপান যাবে।সে থেকে শুরু জাপান যাওয়ার জল্পনা কল্পনা। উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করে ২০২২ সালের এপ্রিল মাসে ভর্তি হয় সান জাপানিজ ট্রেনিং সেন্টার নরসিংদী শাখাতে।প্রচুর পরিশ্রম করে পড়াশোনা শেষ করে জাপানে অক্টোবর সেশনের জন্য সকল পরীক্ষায় পাশ করে গতকাল আনুমানিক ৩ টাই বাংলাদেশে অবস্থিত জাপানি এম্বাসি হতে স্টুডেন্ট ভিসা অর্জন করেছে।এবং অল্প কিছুদিনের তিনি জাপানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।
ভিসা হাতে পেয়ে আল্লাহর দরবারে শুকরীয়া জানান,তারপর তিনি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান, এমডি,সকল স্টাফ ও নরসিংদী শাখার পরিচালকে আন্তরিক ধন্যবাদ জানান। এবং সবার কাছে দোয়া চেয়েছেন সুন্দর ভবিষ্যতের জন্য। তার এই সফলতার পেছনে অনেক পরিশ্রম করেছে তার বাবা-মা ও বড়ভাই।
Posted ৩:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।