
রুবেল, ময়মনসিংহ: | মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | প্রিন্ট
মময়মনসিংহে চার্জশিটভুক্ত বোমা হামলা মামলায় জেএমবি সদস্য আজিজুল হক গোপাল কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।ঘটনার পর দীর্ঘ ১৮ বছর ধরে আত্মগোপনে ছিলেন আজিজুল হক গোপাল।
সোমবার (৮ মে) ভালুকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আজিজুল হক গোপাল নামে জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার (৯ মে) সকালে র্যাব-১৪ এর কার্যালয়ে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।
র্যাব অধিনায়ক মহিবুল ইসলাম খান জানান, দেশের বিভিন্ন স্থানের মতো ২০০৫ সালে ময়মনসিংহে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা করে। মামলায় জেএমবি নেতা শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইসহ ১১ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।এই মামলায় ১৮ বছর ধরে চার্জশিটভুক্ত আসামি আজিজুল হক পলাতক ছিল।পলাতক এ আসামি ঢাকার একটি ফ্যাশন হাউসে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৯:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।