বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

২ এপিবিএন এর অভিযানে 1xbet অনলাইন জুয়ার আইডি উদ্ধার ও ১ জুয়ারি গ্রেফতার

কাজী আশরাফ, ময়মনসিংহঃ   |   মঙ্গলবার, ১৬ মে ২০২৩   |   প্রিন্ট

২ এপিবিএন এর অভিযানে 1xbet অনলাইন জুয়ার আইডি উদ্ধার ও ১ জুয়ারি গ্রেফতার

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) গত কাল ১৫ মে ২০২৩ টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালে ৭.১০ মিনিটের সময় সখিপুর থানাধীন বড়চওনা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দেবরাজ বাজারে একজন ব্যাক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে 1xbet সহ একাধিক জুয়া খেলা পরিচালনা করছে। সঙ্গীয় ফোর্স সহ সখিপুর থানাধীন দেবরাজ বাজারে অভিযান পরিচালনা করে জনৈক আশিকুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ মনির হোসেন(২৯)কে গ্রেফতার করে।

উপস্থিত সাক্ষি মোঃ শফিকুল ইসলাম সবুর (৪২), মোঃ মতিউর রহমান বকুল(৪৩), কং/২৮৭৪ মোঃ তৌফিক, ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহদের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ক) ০১ টি সচল কালো ও বেগুনী রংয়ের অ্যান্ড্রয়েড মোবাইল যার পিছনে ইংরেজিতে লেখা ITEL VISION I IMEI NO- 354101114269481/ 354101114269499, যার মধ্যে ০২ টি সিম ০১৩২১৭১২৯৫৪ ও ০১৭৮৭২৭৫১২৫ রয়েছে। খ) তার পরিহিত প্যান্টের বাম পকেট হইতে ০১ টি সচল কালো রংয়ের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যার পিছনে ইংরেজিতে Redmi লেখা আছে যার মধ্যে ০২ টি সিম ০১৭৫৯৩৩১৮৪৭ ও ০১৭৭১৪৪৪৭০৮ আছে। বর্নিত আলামত উপস্থিত সাক্ষিদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করে। ধৃত আসামীর মোবাইল ফোনে থাকা এ্যাপস্ পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার এ্যাপস্ 1xBet (যার আইডি নাম্বার 543445383) সহ বিভিন্ন অনলাইন জুয়ার এ্যাপস পাওয়া যায়। এছাড়া অনলাইনে জুয়া খেলা পরিচালনা করার জন্য টাকা লেনদেনের কাজে ব্যবহৃত Mobcash এ্যাপস (যার আইডি নাম্বার 1176029) পাওয়া যায়, যাতে তার নিজস্ব একাউন্টে বর্তমানে ৫৬,৬৪৭.৯০/- (ছাপ্পান্ন হাজার ছয়শত সাতচল্লিশ টাকা নব্বই পয়সা) আছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে এবং অনলাইন জুয়ার ডিলার হিসেবে খেলা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সখিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
১৬-০৫-২৩

Facebook Comments Box

Posted ১১:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins