
শাজ জুনাঈদ আহাম্মদ, জেলা প্রতিনিধি হবিগঞ্জ | রবিবার, ২২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূঁজার বিশেষ আয়োজন “কুমারী পূঁজা”। এবার হবিগঞ্জ শহর ও বাহুবলে ৩টি মন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে সকাল ১০ টায়, বাহুবল উপজেলার মিরপুর বাজার সার্বজনীন দূর্গাপূজা ও জয়পুর শচী অঙ্গন ধামে সকাল ১১ টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
জেলার ৩টি এলাকায় কুমারী পূজাকে ঘিরে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। মন্ডপ গুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পুঁজার নিরাপত্তা নির্বিঘ্নে করতে সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে আনসার, পুলিশের পাশাপাশি সাদা পোষাকের গোয়েন্দারা। এছাড়াও পুলিশের একাধিক মোবাইল টিমও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
জানা যায়, এ বছর অত্যান্ত জাঁকজমকপূর্ণ ভাবে ওই ৩টি স্থানে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এতে আলোকস্বজ্জায় ছেয়ে গেছে পূজা মন্ডপ গুলো। এছাড়া জেলার বিভিন্ন পূজা মন্ডপ দেখতে দর্শনার্থীরা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভীড় করছেন। এক মÐপ থেকে ঘুরছেন আরেক মন্ডপে। এ বছর শহরের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় পুঁজিত হবেন ব্রাহ্মন বাড়িয়া জেলার সরাইল উপজেলার মলাইশ গ্রামের অনুপ চক্রবর্তী বিপ্লব ও অনীতা চক্রবর্তীর কন্যা আবৃতি চক্রবর্তী (৭)। সে স্থানীয় বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী। তাঁর শাস্ত্রীয় নাম মালিনী কুমারী।
এদিকে, বাহুবল উপজেলা মিরপুর বাজার সার্বজনীন দূর্গাপূজায় ১ম বারের মত কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এতে কয়েক হাজার ভক্তদের সমাগম হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। এ বছর জাঁকজমকপূর্ণভাবে দূর্গোৎসব পালনে পূজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থাসহ সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এছাড়াও বাহুবল উপজেলার জয়পুর শচী অঙ্গণ ধামে প্রতি বছরের ন্যায় এবারও কুমারী পূজা অনুষ্ঠিত হচ্চে আজ। আর এতে করে সকল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
রামকৃষ্ণ মিশনের আয়োজকরা জানান, সকাল ১০টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে মন্ডপের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এতে স্বেচ্ছাসেবক, আনসার সদস্যসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, কুমারী পূঁজার জন্য ৫ থেকে ১০ বছর বয়সী শিশুকন্যাদের মনোনীত করা হয়ে থাকে। হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এ পূঁজা চলে আসছে। এ বছর জেলার ৩টি মন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হওয়ায় সকল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসব-আমেজ বিরাজ করছে।
Posted ৪:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২২ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।