বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

হবিগঞ্জে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাচ্ছে আরও ৮১৫ পরিবার

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি   |   রবিবার, ১৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট

হবিগঞ্জে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাচ্ছে আরও ৮১৫ পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে যাচ্ছে হবিগঞ্জ জেলার ৯-টি উপজেলায় আরও ৮১৫ পরিবার, আগামী ২২ মার্চ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।শনিবার (১৮-মার্চ) দুপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের নির্মাণাধীন ৭৫টি ঘর পরিদর্শন করেছেন। তিনি ঘর নির্মাণ কাজের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ মান ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সংশ্লিষ্টরা জানান, ২২মার্চ পইল ইউনিয়নে নির্মাণাধীন ৭৫টি ঘরের মধ্যে প্রধানমন্ত্রী ২৯টি উদ্বোধন করবেন সদর উপজেলায় সবমিলিয়ে উপহারের ঘরের সংখ্যা ৩৩৭টি।

এদিন জেলার ৯ উপজেলায় মোট ৮১৫টি ঘর উদ্বোধন করা হবে। এরপর হবিগঞ্জে মোট উপকারভোগী পরিবারের সংখ্যা হবে ২ হাজার ৮৯৮টি। পইল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আছমা বিনতে রফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলী নূর ও পইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ প্রমুখ।

এ সময় সংসদ সদস্য আবু জাহির বলেন যারা প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন তারা আগে অনেকটা যাযাবরের মতো ছিলেন ঘর দেওয়ার পাশাপাশি তাদের সরকারের পক্ষ থেকে স্বাবলম্বী হওয়ারও সুযোগ দেওয়া হবে। ঘরের বাসিন্দারা এখানে হাঁস-মুরগি পালনসহ সবজি চাষেরও সুযোগ পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে এ পরিবারগুলোর জীবন বদলে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins