
শাজ জালাল আহাম্মদ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
সরকার পতনের একদফার দাবিতে সপ্তম দফায় অবরোধের দ্বিতীয় দিনে হবিগঞ্জে একটি প্রাণ আরএফএল কোম্পানির মালবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কোম্পানির লোকজন। সোমবার পৌনে নয়টার সময় হবিগঞ্জের বাইপাস রোডে মডেল মসজিদের সামনে ওই ট্রাকে আগুন দেওয়া হয়।
প্রত্যেক্ষ দর্শিরা জানান, প্রাণ-আরএফএল কোম্পানির ট্রাকটি হবিগঞ্জ সদর উপজেলার মডেল মসজিদ সংলগ্ন ভাদৈ এলাকায় পৌছালে হঠাৎ করেই কিছু লোকজন ওই ট্রাকে আগুন দেয় এতে মুহূর্তেই মালবাহী ট্রাকটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে হবিগঞ্জ সদর থানার পুলিশ গিয়ে পরিদর্শন করেন।
Posted ৬:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।