
এস,এম মনির হোসেন (সোনারগাঁও,নারায়ণগঞ্জ) : | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত।
৪ঠা এপ্রিল ২০২৩ ইং মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস জোবিঅ- মেঘনাঘাট ও আঞ্চলিক বিতরণ বিভাগ সোনারগাঁও দপ্তরের কর্মকর্তা বৃন্দ যৌথ ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলার পৌরসভার অর্জন্দী, দরপত, বাড়ীগন্ধব, ঠোঠালিয়া গ্রামসহ চারটি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন বলে জানিয়েছেন তিতাসগ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সোনারারগাঁ শাখার উপ মহাব্যবস্থাপক মোঃ সুরুজ আলম ও ব্যবস্থাপক মনিরুজ্জামান পলাশ জোবিঅ মেঘনাঘাট। দুইহাজার আবাসিক ও একটি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইব্রাহিম ও সোনারগাঁও থানার বিপুলসংখ্যক পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট এলাকায় মাইকে ঘোষণা করেন যে পর পর কয়েক বার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে পরবর্তীতে যদি কেউ অবৈধভাবে সংযোগ নেয় তাহলে বাড়ী বাড়ী গিয়ে সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপমহাব্যবস্থাপক সূরুষ আলম জানান ইতিমধ্যে যারা সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে অর্থের বিনিময়ে সরকারি সম্পদ অবৈধভাবে সংযোগ দিয়েছে তাদের নাম সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
Posted ১:১১ অপরাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।