
এস,এম মনির হোসেন (সোনারগাঁও,নারায়ণগঞ্জ) : | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সচিব আবু তাহের আর নেই। ২২ই জানুয়ারি ২০২৩ ইং রোববার ভোর ৫ ঘটিকার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন।
মরহুমের মৃত্যুতে মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও সকল ইউপি সদস্য গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।
মৃত্যু কালে তিনি ১ স্ত্রী ১ পুত্র এবং ১ কন্যাসহ আত্মীয় স্বজন রাখিয়া যান।
মোগরাপাড়া ইউ চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যগণ তাহার পরিবারের সমবেদনা জ্ঞাপণ করেছেন।
মরহুমের জানাজার নামাজ রবিবার আছর নামাজের পর মোগরাপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং তিনি এ সংগঠনের নামকরণ দিয়েছিলেন।
তিনি সময়কালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা)কেন্দ্রীয় কমিটির দুই দুইবার যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন এবং তিনি সংগঠনের একজন ত্যাগি কর্মীও ছিলেন।
তাহার মৃত্যুতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা)কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেনসহ কমিটির সকল সদস্যবৃন্দ গভীরভাবে মর্মাহত এবং গভীর শোক প্রকাশ করেন এবং তাহার রুহের মাগফেরাত কামনা করেন
Posted ৯:০৯ অপরাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।