
এস,এম মনির হোসেন | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি – জামায়াতের ডাকা ৪র্থ দফা কর্মসূচির ৪৮ ঘন্টার ২য় দিনে জনগণের জানমাল নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জ- ৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও ঐতিয্যবাহী সোনারগাঁও আওয়ামী লীগের সফল সাবেক এমপি “বীর মুক্তিযোদ্ধা” মোবারক হোসেনের সু-যোগ্য পুত্র এরফান হোসেন দ্বীপের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর ২০২৩ ইং সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত
উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ কর্মসূচীর প্রতিবাদে শত শত জনসাধারণ নিয়ে তিনি মহাসড়কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণের জান-মালের নিরাপত্তার লক্ষে এ অবস্থান কর্মসূচী পালন করেন।
এসময় তিনি সমাবেশে বলেন, বিএনপি- জামায়াতের ডাকা
অবরোধকে জনগণ প্রত্যাখ্যান করেছেন।
অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলকালে বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন,চোরা গুপ্তা হামলা করে সরকার হটানো যায় না। এবং চোরা গুপ্তা হামলা করে আর জনগণকে কষ্ট দিবেন না। জনগণ ইতিমধ্যে অবরোধ প্রত্যাখ্যান করেছে। তাই অবৈধ অবরোধ না করে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি থেকে বিরত থাকুন এবং দেশের জনগণকে শান্তিতে থাকতে দিন।
Posted ৯:০১ অপরাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।