
মোঃ আবু সাইদ সরদার, সাতক্ষীরার প্রতিনিধি : | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | প্রিন্ট
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় ৮ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে। সোমবার বিকেলে এ পেঁয়াজের ট্রাক ঢোকে। আজ আরও ভারতীয় ১১ ট্রাকের মতো পেঁয়াজ ঢুকতে পারে বলে জানিয়েছে ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান- প্রতি টন পেঁয়াজ ২শ’ ২০মার্কিন ডলার থেকে ২শ’ ৫০মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার জানান, সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ৮ট্রাক পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। আরও ৮/১০টি ঢুকতে পারে।
দেশীয় পেঁয়াজের ন্যায্য মুল্য নিশ্চিত করতে গত ১৫মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে বাজারে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতিকেজি পেঁয়াজের দাম ৪০টাকা থেকে ১শ’ টাকায় উঠে।
তাই আজ থেকে আবারো ভারত থেকে আমদানি শুরু হলো পেঁয়াজ।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।